দিনাজপুরে ব্লাস্ট রোগ প্রতিরোধি ধানের জাত উদ্ভাবনের গবেষণা

চিকন ও সুগন্ধী ধানের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। আর এই জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমন বেশি হয় ।  

তাই কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে ব্লাস্ট রোগ প্রতিরোধি ধানের জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।

আরও পড়ুন: পল্টনে চলছে হেফাজতের ফ্রান্সবিরোধী সমাবেশ

তারা জানান, এরই মধ্যে ৩০ ধরণের  ধানের ওপর গবেষনার কাজ চলছে ।  

দিনাজপুরে চিকন ও সুগন্ধি ধানে ব্লাস্টসহ নানা রকমের রোগ বালাই ও পোকার আক্রমনের কারনে কাঙ্খিত ফলন থেকে বঞ্চিত হয় কৃষকরা ।

এ অবস্থায় নতুন জাতের ধান উদ্ভাবনের জন্য গবেষণা শুরু করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও  শিক্ষকরা।

শিক্ষার্থীরা জানান, কাঠারী ভোগ, কালোজিরা, বাশমতিসহ চিকন ও সুগন্ধি ধান নিয়ে মাঠ পর্যায়ে গবেষনা করছেন তারা। ব্লাস্ট রোগ প্রতিরোধি ধানের জাত কৃষদের উপহার দেয়াই এই গবেষনার মূল লক্ষ্য।

৩০টি জাত থেকে বাছাই করে ব্লাস্ট রোগ প্রতিরোধি ধানের জাত উদ্ভাবন করা হবে বলে জানান সংশ্লিস্টরা । আরিফুজ্জামান,প্রফেসর, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ।

কৃষি অফিসের তথ্য মতে  চিকন ও সুগন্ধি জাতের ধানের  আবাদ হয়েছে  ১ লাখ হেক্টর জমিতে।

news24bd.tv তুষার