১৮ লাখ ইয়াবা উদ্ধার

মায়ানমার থেকে আসা ১৮ লাখ পিস ইয়াবা নাফ নদী থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। কক্সবাজারের টেকনাফ উপজেলার এ নদী থেকে আজ ভোরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিনগত রাত থেকেই নাফ নদীতে অবস্থান নেয়।

পরে ভোরে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা নাফ নদীতে আসে। বিজিবি সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। এসময় ইয়াবা পাচারকারীরা নৌকাটিকে তীরে রেখে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, নৌকা থেকে একটি বস্তায় ভরা ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে আজ শুক্রবার ভোর রাতে দুই হাজার নয়শ’ ৯৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

আফরোজা/ নিউজটোয়েন্টিফোর