বিষাক্ত হয়ে উঠছে দিল্লীর বাতাস

ভারতের রাজধানী নয়াদিল্লীর বাতাস ক্রমেই আরো বিষাক্ত হয়ে উঠেছে। বায়ু দূষণের কোন ইতিবাচক উন্নতিই নয়াদিল্লীতে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

প্রতিবেশি রাজ্যগুলো থেকে কাঠ-কয়লা ও খড়কুটো জ্বালানোর কারণে সেখান থেকে সৃষ্ট ধোয়াই নয়াদিল্লীর ৪০ শতাংশ বায়ু দূষণের দায়ী। ভারতের কেন্দ্রীয় বায়ুর মান পযবেক্ষণ সংস্থা SAFAR জানিয়েছেন, পহেলা নভেম্বরের বায়ু দূষণের মাত্রা পযবেক্ষণ বলছে, শুধু খড়কুটো থেকেই সেখানকার ৪০ শতাংশ বায়ু দূষিত হচ্ছে।

 নাসার স্যাটেলাইট ইমেজেও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, পার্শ্ববর্তী পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা ধোঁয়া দিল্লীর বাতাস দূষিত করছে। মূলত শীত আসার কারণে যেমন আগুন বেশি জ্বালানো হচ্ছে, তেমনি এই আবহাওয়ায় ধোঁয়া খুব বেশি উপরে না উঠে জমাট বেঁধে থাকে। আর এই ধোয়ার কারণে চোখ ও চামড়ায় জ্বলা-পোড়া সহ গুরুতর শ্বাসকষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

news24bd.tv কামরুল