অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

কদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে ফেরার পর এবার আইসিসির র‍্যাঙ্কিংয়েও সিংহাসন ফিরে পেলেন তিনি। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে ফিরেছেন দেশসেরা এ ক্রিকেটার।   

আরও পড়ুন: বাইডেনের দরকার ৩২ ও ট্রাম্পের ৫৭ ইলেকটোরাল ভোট

আজ বুধবার ওয়ানডে অলরাউন্ডারদের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ৩৭৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছেন সাকিব। ৩০১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। তৃতীয় স্থানে থাকা ক্রিস ওকসের রেটিং পয়েন্ট ২৮১। চারে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাঁর রেটিং পয়েন্ট ২৭৬।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা শেন উইলিয়ামসের রেটিং পয়েন্ট বেড়েছে। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ১০-এ ঢুকেছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। সেরা ১০-এর বাকিরা হলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, নিউজিল্যান্ডের কলিন দি গ্র্যান্ডহোম, আফগানিস্তানের রশিদ খান, কিউই তারকা মিচেল স্যান্টনার ও ভারতের রবীন্দ্র জাদেজা।

news24bd.tv কামরুল