বিবিসি অবলম্বনে

মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ আছে কী?

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেদেন দিয়েছিলো, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে রাশিয়ার ভূমিকা ছিলো। দেশটি নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন

এবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার ক্রেবসবলেছেন, ভোট গণনায় বিদেশি কোনো পক্ষ হস্তক্ষেপ করেছে, এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই।

এক বিবৃতিতে তিনি জানান, ‘কোনো বিদেশি পক্ষ আমেরিকানদের ভোট দেয়া থেকে বিরত রাখতে পেরেছে অথবা ভোটের গণনায় পরিবর্তন করতে পেরেছে, এমন কোনো প্রমাণ নেই। ’

news24bd.tv নাজিম