কথার জাদুকর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ

কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে। বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনিতে, গল্পের চরিত্রে। হুমায়ূন আহমেদ তেমনই একজন। সাহিত্যের এ ধ্রুবতারা পাঠকদের ভালবাসায় সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ৭২তম জয়ন্তিতে শ্রদ্ধা নিবেদন।

তোমাদের এ নগরে, চলে যায় বসন্তের দিন। প্রিয়তমেষু, রঙপেন্সিলে যখন আনন্দ বেদনার কাব্যে জাগে হিমু মিসির আলীর যুগলবন্দী, কিংবা শ্রাবণ মেঘের দিন, কোথাও কেউ নেই, তখন জোৎস্না ও জননীর গল্পে, সে ধীরে আসে। এমন নানাবিধ গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ।

তাঁর গল্পের চরিত্রগুলো অনেকটা তাঁরমতোই। রহস্যময়, পাগলাটে, বন্ধুসুলভ। হয়তো তাই, নিঃশব্দে প্রিয় লেখককে লালন করেন ভক্তরা।

আরও পড়ুন: স্বাধীনতা না এলে আজকের স্বাবলম্বী বাংলাদেশ হতো না: সায়েম সোবহান

খালি পায়ে হেঁটে চলা তরুণটিও মনের অজান্তে নিজেকে হিমু ভেবে বসেন। ধোঁয়া ওঠা চায়ের কাপে কেউ খুঁজেন প্রিয় লেখকের স্বপ্ন পূরণের পথ।

৮ বছর পূর্ণ হলো। পৃথিবীর গন্ডি ছাড়িয়ে অদেখা ভুবনে বাস করছেন হুমায়ূন আহমেদ। তবুও তিনি পৃথিবীতেই বিরাজমান। এ শহরে জেগে থাকা মিসির আলী, শুভ্র, কিংবা রুপাদের ভীড়ে, নিভৃতে বেঁচে থাকবেন কথার জাদুকর।

news24bd.tv আহমেদ