ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার চাপ আসছে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছি আমরা। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেটা করবো না।

শনিবার ( ১৪ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।  

তবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য কোন দেশগুলো চাপ দিচ্ছে সেসব দেশ সম্পর্কে কিছু বলেননি।

আরও পড়ুন:  রাস্তায় নামছে ট্রাম্প সমর্থকরা

কারণ হিসেবে ইমরান বলেছেন, এসব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এমনটা আমরা চাই না।

news24bd.tv নাজিম