লেবাননে কারাগার ভেঙে পালালো ৬০ বন্দী

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে কারাগারের দরজা ভেঙে অন্তত ৬০ বন্দী পালিয়েছে। এদের মধ্যে পাঁচজন গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়। খবর ডেকান হেরাল্ডের।  

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাগার থেকে পালিয়েছে মোট ৬৯ জন বন্দী। পালানোর সময় আটক করা হয়েছে আরও ৮ জনকে। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।   লেবাননের কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। এ ইস্যুতে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়ে আসছে।  

গত এপ্রিলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, লেবাননের কারাগারগুলোয় দাঙ্গার ঘটনা ঘটেছে। কারাগারে করোনা সংক্রমণের আশঙ্কায় বন্দিদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে বিক্ষোভও করেছে।

news24bd.tv কামরুল