ছাত্র অধিকার পরিষদের তিন নেতা আবারও রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন নেতার আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে রিমান্ডের শুনানি করা হয়।

আরও পড়ুন: এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগের ৮ কর্মীকে অভিযুক্ত করে চার্জশিট

একই আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা-এর আদালতে তাদের এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ তিনজন হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ এবং সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

এর আগে গত ১৫ অক্টোবর সাইফুল ও নাজমুল হুদার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। আর ৯ নভেম্বর সোহাগকে কারাগারে পাঠানো হয়।

news24bd.tv আহমেদ