৩০ লাখ গ্যালাক্সির ম্যাপ তৈরি

মহাকাশ বিজ্ঞানীরা আরো বহুবছর আগেই জানিয়েছিলেন, পৃথিবী যে সৌরমন্ডলে অবস্থান করছে, সেটি ছাড়াও আরো অনেক গ্যালাক্সি রয়েছে। এবার সেইসব তারকার একটি মানচিত্র এঁকেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।

সুর্যের মতো নক্ষত্রের সৌরমন্ডল ছাড়াও আলো লক্ষাধিক যে ছায়াপথ মহাকাশে রয়েছে, সেগুলোর অবস্থান সম্পর্কে একটি প্রাথমিক মানচিত্র তৈরি করেছে ন্যাশনাল সায়েন্স এজেন্সি সিএসআইআরও।

এখন পর্যন্ত পাওয়া ছবিগুলোর বিশদ বিশ্লেষণের পর তারা প্রায় ৩০ লাখ গ্যালাক্সির একটি ম্যাপ তৈরি করেছেন।

যা আগের হিসেবের চাইতে দুই গুণ বেশি।

আরও পড়ুন: স্ত্রীকে পতিতালয়ে বিক্রি: স্বামীর ৭ বছর কারাদণ্ড

জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন, এই চিত্রগুলো বিশ্বজগত সম্পর্কে নতুন আবিষ্কারের দিকে পরিচালিত করবে। নতুন এ মানচিত্রটি তৈরি করতে তাদের মাত্র তিনশ’ ঘণ্টা সময় লেগেছে। যেখানে আগে পুরো মহাকাশের চিত্র সমীক্ষা করতে বছর খানেকের বেশি সময় লেগে গিয়েছিল।

এ বিষয়ে সিএসআইআরও এর গবেষক ড. ডেভিড ম্যাককোনেল বলেছেন, তাদের তৈরি এসব তথ্য ও উপাত্ত বিশ্বের গবেষক ও বিজ্ঞানীদের কাছে উন্মুক্ত করে দেওয়া হবে। আর এতে করে সার্বজনীনভাবে মহাকাশ গবেষণা আরো এগিয়ে যাবে।

news24bd.tv তৌহিদ