ব্রহ্মপুত্রকে ঘিরে চীনের তৎপরতার দিকে ভারতের নজর

লাদাখ সিমান্তের শান্তি বজায় রাখতে উভয় দেশের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রলায়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, উভয় পক্ষ সিনিয়র কমান্ডারদের বৈঠকে সীমান্ত বিষয়ে একমত হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদকে ঘিরে চীন যে তৎপরতা শুরু করেছে তার দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, সাবধানতার সঙ্গে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত সরকার।

আরও পড়ুন: বন্ধুর মেয়ে ২৮ বছরের ছোট সারার সঙ্গে প্রেম করছেন অক্ষয়!

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় শ্রমিকদের বিষয়ে  শ্রীবাস্তব বলেছিলেন, করোনাকালে দু'দেশে তাদের নিবিড় বন্ধুত্বের পরিচয় দিয়েছে।

news24bd.tv তৌহিদ