নাটোরে শস্যকর্তন ও মাঠ দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়িতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্প শস্যকর্তন, মাঠ দিবস  ও কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে ফুলবাড়ি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) সহযোগিতা ও বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক গাজিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার সঞ্জিব কুমার গোস্মামি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএফডিসি’র কৃষি বিশেষজ্ঞ ডা. শাহারুক আহম্মেদ, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, আইএফডিসি’র মাঠ সহকারি নাজমুল হক, কৃষি উপ-সহকারি শহিদুল ইসলাম প্রমুখ।  

এছাড়াও প্রায় শতাধিক কৃষক-কৃষাণী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। মাঠ দিবস শেষে ২৫ জন কৃষক-কৃষাণী ও ৫ জন সার বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর