করোনাকালেও কেন দেশে দেশে আলোকসজ্জা

ক্রিসমাস উপলক্ষে দেশে দেশে নানা আয়োজন শুরু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মাত্রায় আয়োজন হচ্ছে আলোকসজ্জার। এছাড়া মহামারীর মাঝে কাস্টমারদের আতিথেয়তা দিতে ভিন্ন পন্থা এনেছে এক রাশিয়ান রেস্তোরা।  

মহামারীর মাঝে রেস্তারায় অনেকেরই আসা বন্ধ হয়ে গেছে। এ কারণে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আঙ্গিকের এক রেস্তোরা খুলেছেন রাশিয়ার মস্কোর এক ব্যবসায়ি। ক্রেমলিনের রিটজ কার্লটন হোটেলের ছাদে আলাদা টেবিলে গম্বুজের মতো তৈরি এই রেস্তোরায় বসে নগরীর সৌন্দর্য দেখার পাশাপাশি খাবারের আনন্দ নেবেন গ্রাহকরা।

ক্রিসমাস উপলক্ষে এখন বিশ্বের অনেক শহরই সেজেছে রঙিন আলোয়। এরই ধারাবাহিকতায় ইউরোপের দেশ এস্তানিয়ায় শুরু হয়েছে লাইট শো। বিভিন্ন স্থাপনা ও পশুপাখির অবয়ব সাজানো হয়েছে হাজারো রঙিন আলো দিয়ে।

এর মধ্যে রয়েছে তাজমহল থেকে শুরু করে ড্রীমল্যান্ড থিম। লাইট ইন টালিন ফেস্টিভেল দেখতে তাই প্রবল শীতের মাঝেও এসেছেন হাজারো দর্শনার্থী।

আরও পড়ুন: 

পদ্মা সেতু পারাপারে সম্ভাব্য টোল নির্ধারণ

কোষ্ঠকাঠিন্য নিয়ে চিকিৎসকের কিছু পরামর্শ

শিশুটিকে লাথি ও পাথর দিয়ে মাথা তেতলে হত্যা করে নেশাগ্রস্ত যুবক

নিষেধাজ্ঞার পরও পদ্মাসেতুর পিলারে লেখালেখি, আঁকিবুকি

ঐক্যফ্রন্ট এক সঙ্গে কাজ করছে না : ডা. জাফরুল্লাহ

উপকার হয় ও বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন কিছু দোয়া

news24bd.tv কামরুল