করোনা নেগেটিভ তামিম ইকবাল

করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের সময় অসুস্থ বোধ করেন তামিম। পরে রবিবার করোনা পরীক্ষা করান তিনি।

শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে স্বছন্দে ব্যাট করেন তামিম। তবে অসুস্থ বোধ করায় সেই ম্যাচে ফিল্ডিংয়ে নামেননি তিনি। ম্যাচ শেষে অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তামিম নিজেই।

আরও পড়ুন: তামিম কি খেলতে পারবেন?

একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।  

আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সব ধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি। ’

news24bd.tv আহমেদ