কালো তালিকাভুক্ত চালকল সমিতির সংবাদ সম্মেলন

কালো তালিকাভুক্তির প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে চালকল মালিক সমিতির একাংশ। রেববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময়  কালো তালিকাভুক্ত ১৮২টি চালকল মালিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ আহমেদ।  

তিনি বলেন, গত বছর আগাম বন্যায় ধানী ফসল নষ্ট হওয়ায় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেনি তারা। তাই তাদেরকে কালো তালিকাভুক্তি করা হয়েছে। যা ইচ্ছাকৃত নয়। তাই চালকলগুলোকে পূনরায় তালিকাভুক্তি করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

(নিউজ টোয়েন্টিফোর/কাকন/তৌহিদ)