চাঁপাইনবাবগঞ্জে এসি ল্যান্ডকে ঘুষ দেয়ার অপরাধে ১ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসি ল্যান্ডকে ঘুষ দেয়ার চেষ্টায় মফিজুর রহমান (৬৮) নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম। দণ্ডপ্রাপ্ত মফিজুর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাস বাজার এলাকার মৃত তোফজুল হকের ছেলে।  

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই আদেশ প্রদান করেন তিনি।  

নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান, গত এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান। আবেদন করার পর থেকে খারিজ পাসের জন্য মফিজুর রহমান তাকে বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকেন।  

পরিপ্রেক্ষিতে মফিজুর রহমানকে এ বিষয়ে বারবার তদবির না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু মফিজুর রহমান অনুরোধ না শুনে আজ মঙ্গলবার বেলা ১১ এগারটার দিকে উপজেলা ভূমি অফিসে এসে তাকে উৎকোচ দেয়ার চেষ্টা করেন।  

এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা

নিউজ টোয়েন্টিফোর / কামরুল