স্বাধীনতা দিবসে বিএসএফ- কে মিষ্টি উপহার বিজিবি'র

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল ১০টার দিকে বাংলাদেশের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের ভারতের বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হ্যাপনি কাশীর হাতে মিষ্টি উপহার দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়।  

আবু নাছের জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মাঝে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পাঁচ প্যাকেট মিষ্টি ও তিন প্যাকেট উপহার দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। বিএসএফও পালটা মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বলে জানা গেছে।