‘আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি’

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে যা চলছে সেটা গণতন্ত্রের জন্য উপযোগী নয়৷ এই মুহূর্তে আমরা যাঁরা বিরোধী দল করছি বা ভিন্ন মত পোষণ করছি, আমরা আমাদের কথা বলতে পারছি না৷ আমাদের সভা, সমিতি, সমাবেশ – এ সব করতে দেয়া হয় না৷ যদিও এখন একটি পৌরসভার নির্বাচন দেওয়া হয়েছে, সারা দেশে সেটা দলীয় প্রতীকে করতে বলা হয়েছে৷ আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি৷ কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে৷

সেই মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাড়া করছে, গ্রেপ্তার করছে৷একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে, যা গণতন্ত্রের জন্য একবারেই উপযোগী নয়৷আমাদের তো ফল পক্ষে আনার বিষয় নেই৷

অতীতে যে কটা নির্বাচন এই সরকারের অধিনে হয়েছে, তা থেকে তো আমরা দেখেছি যে এতে করে নির্বাচনের ফলাফল কী হবে৷ কিন্তু আমরা যেহেতু একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচাইতে উপযুক্ত কাজ৷ আর সে কারণেই আমরা নির্বাচনে গেছি৷ আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি।

রোববার সকালে শহরের বড়গাছা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর পৌর শাখার এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

news24bd.tv তৌহিদ