বাংলাদেশ সময় মতই করোনার টিকা পাবে: শ্রিংলা

ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিক করোনা ভাইরাসের (কভিড-১৯) টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশটির সরকার। এ খবরে বাংলাদেশে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘করোনার টিকা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের উদ্বেগের কোনো কারণ নেই। ’

আজ সোমবার ভারতের দিল্লি থেকে গণমাধ্যমকে শ্রিংলা আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে।

আরও পড়ুন:

রাজধানীর যে সব এলাকায় কাল গ্যাস থাকবে না

এরফান সেলিমকে অব্যাহতি দিয়ে রিপোর্ট জমা

বিয়ের ৭০ দিনে সন্তান প্রসব, দুপুরে তালাকের পর রাতেই প্রেমিকের সঙ্গে বিয়ে

তিনি আরও বলেন, ‘সেরাম-প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ’

উল্লেখ্য, ব্রিটেনের পর ভারতও যখন অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেয়, তখন সবার ধারণা জন্মে যে সহসাই বাংলাদেশে ভ্যাকসিন আসছে। টাকা ছাড়ের কথাও বলা হয়। এর মধ্যে আকস্মিকভাবে ভারত সরকার টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে উদ্বেগ তৈরি হয়।

news24bd.tv / কামরুল