এলন মাস্কের টুইটে কোটিপতি আরেক কোম্পানি

ইউজ সিগনাল। টুইটারে মাত্র এই দুইটি শব্দ লিখে একটি টুইট করেন সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হওয়া এলন মাস্ক।

মূলত হোয়াটসঅ্যাপের পরিবর্তে সিগনাল নামের একটি অ্যাপ ব্যবহার করতে গত ৭ জানুয়ারি টুইটারে তার অনুসারীদের আহবান করে একটি টুইট করেন তিনি। কিন্তু দিনশেষে এতে কপাল খুলে যায় সিগনাল অ্যাডভান্স ইন-কর্পোরেট নামে একটি মেডিকেল সাপ্লাই কোম্পানির।

তিন দিনের মধ্যে ৫,১০০% শেয়ার বেড়ে যায় কোম্পানিটির। যার পরিমাণ প্রায় ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার।

পিকে হালদারের বান্ধবী অবন্তীকা গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে স্মার্ট মাস্ক

পরের দিনই বিভ্রান্তি ধরা পড়লেও তাতে কমেনি এর শেয়ার। বরং সোমবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার আরও ৮৮৫% বেড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপের নিরাপত্তা জনিত নীতি পরিবর্তনের কারণে নিরাপত্তা নিয়ে সচেতন অনেকেই এর বিকল্প মাধ্যম খুঁজছেন। আর এলন মাস্ক টুইটারে এই সিগনাল অ্যাপ ব্যবহারের আহবান জানিয়েছিলেন।

news24bd.tv / nakib