চাঁদাবাজির অভিযোগে আটক ৬

সেভেন স্টার গ্রুপের নাম ব্যবহার করে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসা চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সাইবার টিম। শনিবার ডিএমপির উপ পরিচালক ব্রিফিংয়ে জানান, এক অভিযোগের ভিত্তিতে গতকাল ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম ব্যবহার করে ফোন দিয়ে হত্যা ও অপহরণের হুমকি দিয়ে থাকে। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করে থাকে বলে জানান ডিএমপির মুখপাত্র।

প্রাণীর আকৃতি ও আরবি জুমর্ফিক ক্যালিগ্রাফি

দলটি তিন ভাগে বিভক্ত হয়ে বই ব্যবসায়ী সমিতির বার্ষিক সমিতি পরিচিতি থেকে ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করে। সেভেন স্টার বা ফাইভ স্টার গ্রুপের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই বলে জানানো হয়।  

আটককৃতদের কাছ থেকে তাদের ব্যবহৃত ১৪টি মুঠোফোন, বিভিন্ন কোম্পানির সিম, হ্যান্ডনোট ও বই উদ্ধার করে গোয়েন্দা টিম। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চাদাবাজীর মামলা রয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

news24bd.tv / আয়শা