বলতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে কতজন ভারতীয় বসবাস করেন?

২০২০ সালের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী, এক কোটি ৮০ লাখ ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। যা বিশ্বে প্রবাসীদের সংখ্যায় সবচেয়ে বেশি।

জাতিসংঘের শুক্রবারের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় রয়েছে ৩ দশমিক ৫ মিলিয়ন, যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৭ মিলিয়ন, সৌদি আরবে ২ দশমিক ৫ মিলিয়ন।

১৮ সদস্যের বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

বাইডেনের জন্য ট্রাম্প কি কোন চিঠি রেখে যাবেন?

রিপোর্ট অনুযায়ী, যেসব দেশে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বসবাস করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে পাঁচ কোটি ১০ লাখ মানুষ প্রবাসী হিসেবে বসবাস করছেন। যা বিশ্বের মোট প্রবাসীর ১৮ শতাংশ।

news24bd.tv নাজিম