গ্রিসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল-আমিরাত

গ্রিসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত।  

ইসরাইলের দৈনিক মারিভ পত্রিকা জানিয়েছে, আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরাইল ওই মহড়ায় যুক্ত হবে।

গ্রিসে অনুষ্ঠেয় এই মহড়ায় আমেরিকা, কানাডা, স্লোভাকিয়া, স্পেন এবং সাইপ্রাসের যুদ্ধবিমান অংশ নেবে। তবে ঠিক কবে মহড়াটি অনুষ্ঠিত হবে তার সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।  

পত্রিকাটি বলছে, এর আগেও আরব আমিরাত ইসরাইলের সঙ্গে মহড়ায় যোগ দিয়েছে কিন্তু এবারই তারা প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে প্রকাশ্য মহড়ায় অংশ নিচ্ছে।

করোনামুক্ত হলেও লাভ হলো না মঈন আলীর

কাতারে ফের দূতাবাস খুলছে সৌদি আরব

জয়ী হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাসায় গেলেন কাদের মির্জা

ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের যখন সামরিক উত্তেজনা চলছে তখন এথেন্স এই মহড়ার আয়োজন করছে।

news24bd.tv নাজিম