যুক্তরাষ্ট্রে সংক্রমন কমছে না

বিশ্বে করোনায় একদিনে ৯ হাজারের বেশি প্রাণহাণি হয়েছে। এনিয়ে মোট প্রাণহাণি ছাড়ালো ২০ লাখ ৩৮হাজার। একদিনে শনাক্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার মানুষ। মোট সংক্রমন ছাড়িয়ে গেল ৯ কোটি ৫৪ লাখ ৫৫ হাজারের বেশি।  

যুক্তরাষ্ট্রেও কমেনি সংক্রমণের মাত্রা। ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৮৮৫ জন। আর মারা গেছে ১ হাজার ৮০৪ জন। যুক্তরাজ্যে আবারো বেড়েছে মৃত্যু। একদিনে মারা গেছে ৬শ ৭১ জন।  

এছাড়া লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রমণের প্রবল মাত্রা অব্যাহত রয়েছে। ব্রাজিলে একদিনে মারা গেছে অর্ধশত’র বেশি মানুষ। মেক্সিকোতে রোগীদের উপচে পড়া ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের করোনাভাইরাসের নতুন ধরণের প্রভাবে সংক্রমণের মাত্রা তীব্র হচ্ছে।

news24bd.tv / আয়শা