সেরাম ইন্সটিটিউটে আগুন

ভারতের পুনেতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটে আগুন। আগুন নিয়োন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ভবনে আগুন লাগে বলে জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা বলে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।

দমকলের অন্তত ১০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। দুপুর তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনে প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম। যদিও  একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যাকে বরখাস্ত করলেন বাইডেন!

news24bd.tv / কামরুল