৮৪৮ কোটি টাকা পুরস্কারের ঘোষণা ইলন মাস্কের

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক পরিবেশ দুষণের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আটকানোর সেরা প্রযুক্তি উদ্ভাবনকারীকে ১০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ৮৪৮ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ ঘোষণা দেন তিনি।  

পৃথিবীর উষ্ণতা নির্গমনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে নানাভাবে কার্বন নিঃসরণ আটকানোর প্রযুক্তির উদ্ভাবনে ব্যস্ত বিজ্ঞানীরা।

ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণে রাশিয়ায় সেনা পাঠাবে ভারত

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৬৬ হাজার ১৮৯টি পরিবার

কিন্তু গত কয়েক বছরের চেষ্টার পরও কার্বন নিঃসরণ আটকানোর এমন কোনো প্রযুক্তি এখনো উদ্ভাবন করা যায়নি। বিষয়টি ভাবনায় রেখে এই প্রযুক্তির উদ্ভাবনে পুরস্কার ঘোষণা করলেন ইলন মাস্ক।

উল্লেখ্য, কার্বন নিঃসরণ আটকানোর প্রযুক্তির বৈশিষ্ট্য হচ্ছে, বাতাসে কোথায় কতটুকু কার্বন রয়েছে তা জানাবে এই প্রযুক্তি।   যেকোনো স্থানের ও যেকোনো মুহূর্তের কার্বন নিঃসরণের পরিপূর্ণ তথ্য দিয়ে তা আটকাতে সহায়তা করবে।  

news24bd.tv/আয়শা