আমেরিকা পেলো প্রথম নারী অর্থমন্ত্রী

মার্কিন ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যানেট ইয়েলেন। মঙ্গলবার সিনেটে ৮৪ ভোটে মনোনয়ন নিশ্চিত হয় তার।

রোমাঞ্চিত ইয়াসির আলি রাব্বি

নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী

এরমধ্যে দিয়ে ২৩১ বছর ধরে চলা লিঙ্গবৈষম্য দূর হচ্ছে মার্কিন মুল্লুকে। ১৭৮৯ সালের বৈশ্বিক মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রে লেবার মার্কেট বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হলেও এবারই প্রথম এই পদে কোন নারীকে দায়িত্ব দেয়া হলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জ্যানেট।

এরআগে বিল ক্লিনটনের প্রশাসনে তিনি শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। জ্যানেট, ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে পিএইচডি করেন। তার স্বামী অর্থনীতিতে নোবেল জয়ী জর্জ অ্যাকারলফ।

news24bd.tv নাজিম