যশোরে ৯ হাজার ৬০০ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

যশোর জেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ৯ হাজার ৬০০ ভায়াল কোভিড ভ্যাকসিন আজ এসে পৌঁছায়ে। সিভিল সার্জন যশোর করোনা ভ্যাকসিন ৬ সদস্যেদের টিম সেটা গ্রহণ করে। পরে সেটা জেলার ইপিআই স্টোরে গ্রহণ করেছে।  

ডব্লিউ আইসি এর নিদিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে। আমাদের ২টি ডব্লিউ আইসি আছে সেখানে ধারণ ক্ষমতা ৫০ হাজার অধিক সংরক্ষনের ক্ষমতা রয়েছে। সে ক্ষেত্রে অধিক ভায়াল আসলে সেটার সংরক্ষনের সক্ষমতা রয়েছে।  

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর কার্যালয় কমলাপুর স্টেশন ভাঙার অনুমোদন দিল

পাপুলের এমপিকান্ডে জড়িতদের বিচার চাই

যে আমল করলে বিশ্বনবী হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন

নোরা ফাতেহির গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)

এছাড়া করোনা ভ্যাকসিন প্রদানের জন্য ১৩৫টিম রয়েছে প্রতিটি টিমে ৬ সদস্য করে রয়েছে , এর মধ্যে ২জন ভ্যাকসিন প্রদানকারী ৪জন সহকারী হিসাবে থাকবে। প্রাথমিক পর্যায়ে ১০ কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলেন জানান, জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।

আগামীকাল থেকে ভ্যাকসিন প্রদানকারীদের নিয়ে ট্রেনিং শুরু হয়ে ৬ তারিখের মধ্যে ট্রেনিংটি শেষ হবে তারপর সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে প্রদান করা হবে।

news24bd.tv / কামরুল