এবার নেপালে বার্ড ফ্লু শনাক্ত, বিশেষজ্ঞদের উদ্বেগ

নেপালে এবার বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এর আগে ভারতে রোগটির সংক্রমণ দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকদিনে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখা গেছে, বার্ড ফ্লু (এইচ৫এন৮) আক্রান্ত হয়েছে পাখিগুলো।  

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে আজ শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার পাখি মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর কার্যালয় কমলাপুর স্টেশন ভাঙার অনুমোদন দিল

পাপুলের এমপিকান্ডে জড়িতদের বিচার চাই

যে আমল করলে বিশ্বনবী হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন

৩০ বছর বয়সে নারীদের যে ৬টি বিষয় মেনে চলা উচিত

নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের কাঠমান্ডুর তারকেশর পৌরসভা-৭ এর একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ল্যাব টেস্টে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ার জেরে অন্তত এক হাজার আটশ ৬৫টি হাঁস, ছয়শ ২২টি কোয়েল পাখি, ৩২টি মুরগি, ২৫টি টার্কি, পাঁচশ ৪২টি ডিম এবং ৭৫ কেজি মুরগির খাবার নষ্ট করে ফেলা হয়েছে।

সূত্র: এনডিটিভি, হিমালয়ান টাইমস

news24bd.tv / কামরুল