এখনকার বাচ্চাদের ভাবনা

বড় পুত্রের ইচ্ছা গ্র্যাজুয়েশন করতে কানাডা যাবে। সব ঠিক থাকলে যাবে ইন শা আল্লাহ।  

তাকে জিজ্ঞেস করলাম  - বাবার লাখ লাখ টাকা খরচ করে পড়তে যাচ্ছ। এই টাকা ইনকাম করবা কত বছরে ?  পুত্র উত্তর দিলো  - বেশিদিন লাগবে না। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই থিয়েটার করা শুরু করব। ওখানে বড় বড় ডিরেক্টরদের সাথে পরিচয় হবে। তারা আমাকে হলিউড ম্যুভিতে রোল দিবে। তারপর টাকাই টাকা। বলা যায়না, আমি অস্কারও পেয়ে যেতে পারি। আমি বললাম  - হ্যা বাবা তা পেতেই পারো। তোমার কপাল মাশ আল্লাহ অনেক ভালো। যেভাবে GPA-5 পাইসো ওইভাবে অস্কার পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন:

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের খবর আগেই জানতো পশ্চিমাদেশগুলো

এবার ইসরাইলের ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

ইয়েমেনে ৩ হাজার গুচ্ছবোমা ব্যবহার সৌদি জোটের

পবিত্র কোরআনের কোন সূরাতে বিসমিল্লাহ নেই

অন আ সিরিয়াস নোট, আমার পুত্রের এইসব কথা শুনে রসিকতা মনে হলেও, সে সিরিয়াসলি বলে। No wonder! মানুষের পেট থেকে মানুষ, ছাগলের পেট থেকে ছাগল জন্ম নিলে, পাগলের পেট থেকে পাগল ছাড়া আর কি জন্ম নিবে......?

রাখী নাহিদ, নিউইয়র্ক (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv আহমেদ