ভারতে কমছে সোনার দাম

আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় ভারতে কমছে সোনার দাম। গত সোমবার ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাজেটে স্বর্ণ ও রুপার ওপর আমদানি শুল্ক কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। যা আগে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ ছিল।

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জুলাইয়ে শুল্ক বাড়িয়ে সাড়ে ১২ শতাংশ করা হয়, যার জন্য বাজারে স্বর্ণের দামও বেড়ে যায়। দাম কমানোর উদ্দেশ্যেই এবার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বাজেটের এ ঘোষণার পরপরই ভারতের বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এপ্রিলে যে স্বর্ণ আমদানি হবে তার দাম প্রতি ১০ গ্রামে ২ হাজার ১৩৬ রুপি কমে হয়েছে ৪৭ হাজার ২০১ রুপি।

মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

বাচ্চার নাম 'ভামিকা' নিয়ে বিপাকে বিরাট-আনুশকা

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে

আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা ও মানহানিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে শুল্ক কমানোর পরও বেড়েছে রুপার দাম।

news24bd.tv / নকিব