মিয়ানমারে বৈদেশিক বাণিজ্যে ধাক্কা, ডলারের বিপরীতে কমেছে মুদ্রার মান

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটি বৈদেশিক বাণিজ্য ধাক্কা খেয়েছে। একই সঙ্গে তাদের মুদ্রার মান প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেকটায় কমতে শুরু করেছে।

সেনা অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির মুদ্রার মান কমেছে গড়ে সাড়ে ৫ শতাংশের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ডলারের বিপরীতে।  

৩১ জানুয়ারি প্রতি ডলার পাওয়া যেত ১ হাজার ৩শ ২৯ ক্যাতে। বৃহস্পতিবার তা বৃদ্ধি পায়। গত ৪ দিনে ডলারের বিপরীতে ক্যাতের মান কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ।  

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানানো হবে না: বাইডেন

ব্যাডমিন্টন কোর্টে ঝড় তুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

একই সময়ে ভারতীয় রুপির বিপরীতে ক্যাতের মান কমেছে ৫ দশমিক ৬৫ শতাংশ। আর এর নেতিবাচক প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

news24bd.tv নাজিম