মাঠে নামছে আওয়ামী লীগও

কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। পাশপাশি দলটির নেতারা বলছেন, গণতান্ত্রিক অধিকারের নামে বিএনপি অতীতের মতো সহিংস রাজনীতির আশ্রয় নিলে তা প্রতিহত করা হবে। তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাবেন তারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসনের মুক্তি, নির্বাচন কমিশনের পদত্যাগ, সুষ্ঠু নির্বাচনসহ বেশ কিছু দাবিতে রাজপথে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে।

আরও পড়ুন; 

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি

যখন দেশে করোনা রুখতে চলছে টিকাদান কার্যক্রম, একইসাথে বিধিনিষেধ মেনে ধাপে ধাপে চলমান পৌরসভা নির্বাচন; এরই মাঝে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের নামে কর্মসূচি ঘোষণাকে রাজনৈতিক দুরভিসন্ধি আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মাহবুব উল আলম হানিফ।

তবে বিএনপির শান্তিপূর্ণ যেকোনো রাজনৈতিক কমসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন নেতারা।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আর মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের সব পর্যায়ে ১৫ ফেব্রুয়ারি থেকে সমাবেশ, জনসংযোগ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

news24bd.tv তৌহিদ