বগুড়া মোটর মালিক-শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে

বগুড়া মোটর মালিক শ্রমিক যৌথ কমিটির ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে । সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ পরিবহণ ধর্মঘটের ফলে আভ্যন্তরীণ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।   

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে চারমাথা ও তার আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জেলা মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।  

কাজী হায়াতের ছবির সেই পাগলী এখন কোথায়?

‘আমেরিকা-ইসরাইল কৌশলগত অচলাবস্থার সম্মুখীন হয়েছে’

ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার

যে কাজে আগের ছোট-বড় গোনাহ ক্ষমা করেন আল্লাহ

এদিকে  গতকাল ওই সংঘর্ষের  ঘটনায় রাতেই সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ তিনটি মামলায় এজাহারে অজ্ঞাত ৫ শতাধিক আসামি করা হয়েছে ।  

news24bd.tv আয়শা