ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

গতকাল সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করলো ইংল্যান্ড।  

মঙ্গলবার এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ৪২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৩৮ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচের জাদুকরী স্পিনে ধস নামে ভারত শিবিরে।

ট্রাম্প প্রশাসনের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

আল জাজিরার প্রতিবেদনের বন্ধের সিদ্ধান্ত নিতে ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ

এবার অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমা সেন্সর বোর্ডে নিষিদ্ধ

সেই ছোট থেকেই যে রোগে ভুগছেন কাজল আগরওয়াল

ফলে ইংল্যান্ডের সামনে দাড়াতেই পারেনি কোহলির ভারত। ভারতীয় অধিনায়কের বিদায়ের পর বাকি কাজটুকু সারেন জ্যাক লিচ, জোফরা আর্চাররা। ইনিংসের ৫৯তম ওভারের প্রথম বলে জাসপ্রিত বুমরাহের উইকেট জয় নিশ্চিত করে।  

শততম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ড অধিনায়ক জো রুট করেন ডাবল সেঞ্চুরি। হয়েছেন ম্যচ সেরা। সেই সাথে এই জয়ের ফলে এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।

news24bd.tv আয়শা