২০০ ফ্লায়িং ট্যাক্সি কিনছে ইউনাইটেড এয়ারলাইন্স

আগামী ৫ বছরে ২০০ ফ্লায়িং ট্যাক্সি কিনতে যাচ্ছে ইউনাইডেট এয়ারলাইন্স। এতে তাদের খরচ হবে ১.১ বিলিয়ন ডলার।

তবে কেনার আগে সরাকারের অনুমতি নিতে হবে তাদের।  ফ্লাইং ট্যাক্সি কিনতে স্থানীয় মেসা এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ইউনাইটেড এয়ারলাইন্স।

ইলেক্ট্রনিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট হিসেবে পরিচিত ফ্লাইং ট্যাক্সিগুলো তৈরি করছে আর্চার স্টার্টআপ। বিশাল বিনিয়োগ লাভ করায় শীঘ্রই তারা যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে প্রবেশ করবে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটি জানিয়েছে, ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত তাদের এয়ারক্রাফটটি ২৪০ কিলোমিটার বেগে উড়তে পারবে। এটি শহরের হাইওয়ে থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাত্রী আনা নেওয়ার কাজ করবে। মার্কিন ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেলে আর্চারের ফ্লাইং ট্যাক্সির কার্যক্রম শুরু হতে পারে ২০২৪ সাল থেকে।

আর্চার স্টার্টআপটি প্রতিষ্ঠিত হয় ৩ বছর আগে। চলতি বছরের শেষ দিকে তারা পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট উন্মোচন করবে। এর জন্য বিশেষ ব্যাটারিও বানাবে তারা।

news24bd.tv / নকিব