বিয়েতে গান বাজনা বন্ধ করে কুরআন তেলাওয়াত

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই উৎসব। আর সেই উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে বিয়েতে আয়োজন করা হয় নাচ গান ডিজের। ছেলে-মেয়ের বিয়েতে গান বাজনা বা আতশবাজি পুড়িয়ে প্রায়ই আনন্দ করে পরিবারের লোকজন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী এক নজির গড়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী।

ছেলের বিয়েতে গান-বাদ্য ও আতশবাজির পরিবর্তে কুরআন তেলাওয়াতের আয়োজন করেন তিনি। এ কারণে সবখানে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই বাবা। ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

সুশান্তের দেখানো পথে তারই সহ-অভিনেতার আত্মহনন!

 

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর খুশির জন্য। সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ তাদের আগামীর সংসারে বরকত দান করবেন।

নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর ফখরুল ইসলাম পাভেল বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা বাবার পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা-বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করে।

news24bd.tv/আলী