পেট থেকে বের হলো লাল-কালো টেপে মোড়ানো ৫৮ ইয়াবার পোটলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. রমজান হোসেন জয় ও মো. রাজিব হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রমজান উপজেলার সাদীপুর ইউনিয়নের দেওভোগ এলাকার হাসান আলীর ছেলে এবং রাজিব একই উপজেলার সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামিরা ইয়াবা পাচারকারী।   তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। গতকাল রাতে উক্ত ইয়াবা পাচারকারীরা অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ রওনা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে রমজান হোসেন  (৩০) এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলা বের করা হয়। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২ হাজার ৯শ পিস ইয়াবা আছে।

news24bd.tv তৌহিদ