ধর্মঘটে প্রায় অচল মিয়ানমার

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ডাকা সাধারণ ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে মিয়ানমার। অব্যাহত রয়েছে জান্তা বিরোধী আন্দোলন। বাড়ছে আন্তর্জাতিক চাপ।

দেশটির সেনা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত  আরও দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এছাড়া ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে একমত হয়েছেন।

সৈয়দ আবুল মকসুদের কর্মজীবন

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর

সাংবাদিক মুজাক্কির হত্যায় মামলা

সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিকল্পনা করছে তারা৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরবে তারা।

এদিকে আসিয়ান জোটকে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার নেতৃত্ব দিচ্ছে ইন্দোনেশিয়া। এই লক্ষ্যে সমর্থন আদায়ে জোটভুক্ত বিভিন্ন দেশে সফর শুরু করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

news24bd.tv নাজিম