ইয়াবা পাচার: দুই রোহিঙ্গাকে ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার যুগ্ন দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলো মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মোহাম্মদ ইনুছের ছেলে মোহাম্মদ ইউসূফ।  

কক্সবাজার যুগ্ন দায়রা জজ (প্রথম) আদালতের পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগষ্ট আমান উল্লাহ ও মোহাম্মদ ইউসূফকে  ইয়াবাসহ আটক করে বিজিবি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা (জি.আর ৫১৫/২০১৫) দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করে।  

‘ওই মামলায় দু’জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে সাজা শোনানো হয়েছে। ’

ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর