এশিয়া কাপ আরব আমিরাতে

গত এশিয়া কাপের পরই জানানো হয়েছিল ২০১৮ সালের আসরটি হবে ভারতে। কিন্তু পাকিস্তানের আপত্তির কারণে ভারতের পরিবর্তে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বোর্ড সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সরকার পাকিস্তানকে তাদের দেশে এশিয়া কাপের জন্য আমন্ত্রণ জানানোর প্রস্তাব নাকোচ করে দিলে তারা এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।  আইসিসির পূর্ণাঙ্গ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট দল এশিয়া কাপে সরাসরি অংশ নেবে।

এছাড়াও আইসিসির সহযোগী সদস্য ও এবারের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, নেপাল, হংকং এবং ওমান ক্রিকেট দলকে বাছাইপর্বের বাধা টপকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করতে হবে।

এদিকে, কদিন বাদে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা হওয়ার কথা আছে। তা পাকিস্তানের লাহোরে হবে বলে সূত্রে জানা গেছে। এতে বাংলাদেশকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ দেওয়ার কথা আছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ/অরিন)