চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে দুই নৌকা ডুবি

বরিশাল চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শেষে নৌ পথে ফেরার সময় ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে চরমোনাই দরবার শরীফের ১ নম্বর ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

জিয়ার অবদান অস্বীকার করার অর্থই হল স্বাধীনতাকে অস্বীকার: ফখরুল

সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন জিয়া: কাদের

বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনায় বিএনপির অফিস ঘিরে রেখেছে পুলিশ, তীব্র উত্তেজনা

এ সময় দুই নৌকায় থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ ফায়ার সার্ভিসের অগ্নিঘাতক জলযানের টিম লিডার মো. হাবিবুর রহমান।

তিনি জানান, আখেরী মোজাতের মাধ্যমে আজ সকাল ১০টার দিকে চরমোনাইর এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হয়। মাহফিল শেষে মুসুল্লীারা তরিঘরি করে নৌপথে বিভিন্ন স্থানে ফিরছিল। এ সময় হুরোহুরিতে অন্য ট্রলারের ধাক্কায় চরমোনাই দরবার শরীফের ১ নম্বর ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে দুটি ছোট নৌকা কাত হয়ে যায়।  

দুই নৌকায় থাকা মুসুল্লীরা অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নদীতে থাকা অন্যান্য ট্রলার এবং নৌকা তাদের উদ্ধার করে। দুই নৌকা ডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি বলে জানিয়েছেন অগ্নিঘাতক জলযানের টিম লিডার মো. হাবিবুর রহমান। তারপরও নৌ পুলিশের সহায়তায় নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে বলে জানান তিনি।  

news24bd.tv / কামরুল