বাংলাদেশের মিডিয়া মুক্ত ও সোচ্চার: বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশের মিডিয়াকে ‌‘প্রাণবন্ত, মুক্ত, বর্ণময় এবং অত্যন্ত সোচ্চার’ বলেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  

তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সংস্কারকৃত মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন,  দু'দেশের মধ্যে অংশীদারিত্ব এগিয়ে চলেছে। এই গুরুত্বপূর্ণ মাসে প্রেস ক্লাবের এ আয়োজনে থাকতে পেরে আনন্দিত।

সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ

মোবাইলে পরিচয়, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক

তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব এমন একটি জায়গা যা বাংলাদেশের চেতনাকে প্রতিফলিত করে।

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক সবদিক দিয়ে প্রসারিত হচ্ছে। প্রতিবেশী দুই দেশের গণমাধ্যমের মধ্যে আরও সহযোগিতার ওপরও জোর দেওয়া হয়েছে।

এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়নে ভারতীয় হাইকমিশনের অবদানের কথা স্মরণ করেন।

news24bd.tv তৌহিদ