নিত্যপণ্যের দাম সহনীয় রাখুন: প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রায় আট হাজার কোটি টাকা সংশোধন করা হয়েছে। সভায় করোনার ভ্যাক্সিন কিনতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়ন পুরোদমে শুরু হলেও গেল কয়েক বছরের মধ্যে এবার বাস্তবায়ন সবচেয়ে কম। বার্ষিক উন্নয়ক কর্মসূচি সংশোধনী নিয়ে অনুষ্ঠিত এনইসি সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মর্যাদা নিয়ে চলবে বাংলাদেশ।

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জনকল্যাণে কাজ করার কথাও জানান সরকার প্রধান।

সভায় প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পরামর্শ দেন। করোনা রোধে আরো টিকা কিনতে বরাদ্দ রাখারও নির্দেশনা দেন।

বৈঠক শেষে পরিকল্পনা সচিব জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ৫ হাজার থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা। অর্থবছরের প্রথম সাত মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে ২৮.৪৫ শতাংশ।

news24bd.tv তৌহিদ