যাত্রী বেশি হওয়ায় ৮০ জনকে ছুঁড়ে ফেলা হল সমুদ্রে, নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনগামী একটি নৌকায় শিশুসহ ২০০ জন অভিবাসনপ্রত্যাশী উঠেছিলেন। এসময় অতিরিক্ত যাত্রী হয়ে গেলে সেখান থেকে সাগরে ৮০ জনকে ছুড়ে ফেলে পাচারকারীরা। এতে অন্তত ২০ জন মারা গেছেন।

গত বুধবার (৩ মার্চ) এ ঘটনা ঘটে। এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখনও জানা যায় নি। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের জিবুতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে টাকা দিবস

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)

এর আগে, গত বছরের অক্টোবরে জিবুতির কাছে নৌকা থেকে ফেলে দেওয়ায় আট অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছিল।

news24bd.tv / নকিব