যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে ঐতিহাসিক ০৭ই মার্চ উদযাপিত

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপস্থ বাংলাদেশি রাষ্ট্রদূতের কার্যালয় ঐতিহাসিক ০৭ই মার্চ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে হাই কমিশন প্রাঙ্গণে ওয়েবিনারের আয়োজন করা হয়। মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ওয়েবিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন মালদ্বীপস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসান।

পরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করা শেষে ঐতিহাসিক ০৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আলোচনা পর্বে ৭ই মার্চের ভাষণের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন দূতালায়ের প্রদান জনাব মোঃ সোহেল পারভেজ, প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য রাখেন, ডক্টর জেবা-উন-নাহার, মালদ্বীপ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মোহাইমেন, এম্বাসেডর এট লার্জ আহমেদ সালিমও সহ আরো অনেকে।

স্নাতক পাসে সুপার স্টার গ্রুপে চাকরির সুযোগ

দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পরাষ্ট্র সচিব জনাব আব্দুল গফুর মুহামেদ।

বিশেষ অথিতি হিসেবে অংশগ্রহণ করেন, মালদ্বীপস্ত অবস্থিত বিভিন্ন দেশের রাষ্টদূতগণ। উক্ত অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন, এনবিএল মানি ট্রাঞ্চাপার  মালদ্বীপ শাখার ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান, jagonews.com এর মালদ্বীপ প্রতিনিধি, মোঃ মাহমুদুল হাসান কালাম।

রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষ জানতে পেরেছে সর্বকালের সর্বশেষ্ঠ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের,৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং ২৬ই শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই ৯ মাস যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর বিজয় অমরা অর্জন করি।

বঙ্গবন্ধুর ০৭ই মার্চের কালজয়ী ভাষণ কেবলমাত্র বাঙালি জাতি নয়, বরং সমগ্র বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী আপামর জনতার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

news24bd.tv আয়শা