বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে এই সেতুর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করেন এই সেতুর মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি আরো গতিশীল হবে।  

যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

নামাজে মুস্তাহাব কাজগুলো কী জেনে নিন

কেয়ামতের দিন যে সূরা বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে

একই প্রত্যাশা জানান ভারতের প্রধানমন্ত্রীও। গেল ১৩ জানুয়ারি সেতুর কাজ পুরোপুরি শেষ হয়। এ সেতুর ১২টি পিলারের মধ্যে বাংলাদেশ অংশে ৮টি, ভারতের অংশে ৪টি।

সেতু থেকে ২৪০ মিটার এপ্রোচ রোড নির্মাণ করে রামগড়-চট্টগ্রাম প্রধান সড়কে এবং ওপারে সেতু থেকে প্রায় ১২০০ মিটার এপ্রোচ রাস্তা নবীনপাড়া-ঠাকুরপল্লী হয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে।  

news24bd.tv আয়শা