যশোরের বেনাপোলে স্বর্ণের বারসহ একজন আটক

যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে দশটি সোনার বারসহ আব্দুল ওহাব নামে একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইক তল্লাশিকালে আব্দুল ওহাবকে আটক করে। ভারতে পাচারের জন্য এক কেজি একশ' গ্রাম ওজনের ওই দশটি সোনার বার নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।

মোংলা বন্দরে কমছে গাড়ি আমদানি, বাড়ছে রাজস্ব

মাদারীপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৩ লাখ টাকা

পুলিশ সুপার পদমর্যাদার ছয়জনকে পদায়ন

বাড়ির আধা কি.মি. দূরে বাঁশঝাড়ে ছাত্রের মরদেহ

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে। এরপর বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে। আমড়াখালী বিজিবি চেকপোস্টে য‌শোর থে‌কে বেনা‌পোলমু‌খী এক‌টি ইজিবাইক থামিয়ে যাত্রী ওহাবের শরীর তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে দশটি সোনার বার পাওয়া যায়।  উদ্ধার করা সোনার বাজারমূল্য ৮০ লাখ টাকা।   আটক ওহাব এগুলো ভারতে পচারের উদ্দেশে সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অ‌ধিনায়ক লে. ক‌র্নেল সে‌লিম রেজা সোনা উদ্ধার ও এক ব্যক্তিকে আটকের সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সোনা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

news24bd.tv তৌহিদ