অস্ট্রেলিয়াতে পর্যটন খাতকে চাঙ্গা করতে ফ্লাইট ভাড়া অর্ধেক

করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে বিশ্বের সব দেশই তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল। করোনার প্রভাব কিছুটা কমতে শুরু করলে সীমিত পরিমসরে আবারো সব কার্যক্রম চালু করে। এবার অস্ট্রেলিয়ার সরকার তাদের দেশে পর্যটকদের আগমন বাড়াতে বিমানের ফ্লাইট ভাড়া অর্ধেক কমিয়ে দিয়েছে। পর্যটন খাতের মন্দা কাটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে অস্ট্রেলিয়ানরা দেশের অভ্যন্তরে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে কম খরচে যাতায়াত করতে পারবেন। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার সরকার পর্যটন খাতকে উজ্জীবিত করতে খরচ করছে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।  

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস আচরণ, হাঁটু মুড়ে সন্ন্যাসিনীর আবেদন

সারাদেশে নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট

কাকে উদ্দেশ্য করে তাহসানের ৫ শব্দের এমন স্ট্যাটাস

জিতেও বিদায় নিতে হলো রোনালদোর জুভেন্টাসকে

তবে ফ্লাইটের দাম কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী দল লেবার পার্টি। তারা বলেছে, এতে উড়োজাহাজ সংস্থাগুলোই উপকৃত হবে। পর্যটন খাত ও হোটেল পরিচালকদের এতে কোনো সুবিধা দেওয়া হয়নি।  

যদিও সরকার মনে করছে এই উদ্যেগের কারণে পর্যটন খাত উপকৃত হবে।  

news24bd.tv আয়শা