নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে : রেলমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী মজিবুল হক। দুর্ঘটনার খবর পেয়েই তিনি টঙ্গীতে ছুটে যান। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) চিফ ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে এই তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অনেকেই।

জানা গেছে, সকালে জামালপুর থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ভয়ে ছাদের উপর ও ভেতরে থাকা অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে একজন নিহত হন।